০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে : ডা. জাহিদ

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন - ছবি : নয়া দিগন্ত

অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘যারা আমাদের ওপর অন্যায়-নির্যাতন করেছে, আমার ভাইকে শহীদ, গুম-পঙ্গু করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে।

বিচার নিয়ে আপস করার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘মনে রাখতে হবে অতীতে আমরা যে যা করেছি, প্রত্যেকটা ঘটনার বিচার বাংলাদেশে অতীতেও যেমন হয়েছে, ভবিষ্যতেও হবে। দেশের মানুষ অতীত ভুলে যায়নি।’

বিএনপির এ নেতা বলেন, ‘কেউ আন্দোলনের ফসল একা ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তা এদেশের মানুষ কখনো হতে দিবে না।’

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলার হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ও মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন। এ সময় উপজেলার এক হাজার ৫০০ শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় তিনি বলেন, ‘জুলাই-আগস্টের বিপ্লবে ছাত্র-জনতার পাশাপাশি এদেশের সকল শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতারা আন্দোলনে অংশ নিয়েছে। ৫ আগস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই আন্দোলন সবার আন্দোলন। আমরা সকলকে শ্রদ্ধা ও সালাম জানাই। আমরা তাদেরকে সম্মান করি।’

সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের চিন্তা করতে হবে, ১৯৪৭ সালে পাকিস্তান না হলে ১৯৫২ সালের ভাষা আন্দোলন হতো না, আর ভাষা আন্দোলন না হলে ১৯৬২ সালের ছাত্র আন্দোলন হতো না, আর এই ১৯৬২ সালের ছাত্র আন্দোলন না হলে ১৯৬৯ সালে গনঅভ্যুত্থান হতো না, আর ১৯৬৯-এর গনঅভ্যুত্থান না হলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হতো না। কাজেই একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা সম্পৃক্ত। এ প্রেক্ষাপটগুলোকে অস্বীকার করবেন, এটি হয় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এদেশের ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে, দু’লাখ মা-বোনের ইজ্জত-সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।’

তিনি আরো বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকে নতুন বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ গড়ার যে সুযোগ পেয়েছি। সেই সুযোগটি আমরা যথার্থভাবে কাজে লাগাতে চাই। জনগণকে তাদের সিদ্ধান্ত নেয়ার সুযোগ যত তাড়াতাড়ি আমরা দিতে পারব, ততই জনগণ তার সিদ্ধান্ত নিয়ে সঠিক নেতৃত্বকে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন। তখনি দেশে বিশৃঙ্খলা দূর হবে ও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে যাবে। আমাদের যে বিচারের প্রাণের দাবি সেই বিচার হবে। আজকে যারা আপনার আমার সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, তাদের সেই সম্পদ ফেরত এনে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা হবে। সেই সমস্ত অর্থ লুটকারী ও মানুষ হত্যাকারীদের বিচার বাংলাদেশের মাটিতে যতদ্রুত গতিতে করা যাবে, ততই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি দুলাল হোসেন, উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement