০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কু‌ড়িগ্রা‌মে স্বস্তি ফিরেছে সবজির বাজারে, দাম কমায় খুশি ক্রেতারা

- ছবি : নয়া দিগন্ত

কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী‌তে দীর্ঘদিনের অস্বস্তি কেটে স্থিতিশীলতা ফিরেছে কাঁচাবাজারে। গত ১৫ থেকে ২০ দিন ধরে বাজারে সবজির দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বেশিভাগ সবজি হাতের নাগালে আসায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

তবে, মৌসুমের প্রভাবের কারণে কিছু নির্দিষ্ট সবজির দাম এখনো কিছুটা বেশি।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে সবজির দামের এই ইতিবাচক পরিবর্তন।

বাজারে সবজির বর্তমান দাম : পেঁয়াজের ফুল (প্রতি মুঠো) ১০ টাকা, লম্বা বেগুন ১৫ টাকা (প্রতি কেজি), গোল বেগুন ১০ টাকা (প্রতি কেজি), গাজর ৩০ টাকা (প্রতি কেজি), বাঁধাকপি ৫ টাকা (প্রতি পিস), ফুলকপি ৩ টাকা (প্রতি পিস), মুলা ৫ টাকা (প্রতি কেজি), শসা ৪০ টাকা (প্রতি কেজি), বিচিওয়ালা শিম ৩৫ টাকা (প্রতি কেজি), কাঁচা টমেটো ৩০ টাকা (প্রতি কেজি), করলা ১৫০ টাকা (প্রতি কেজি), কাঁচা মরিচ ৫০ টাকা (প্রতি কেজি), পেঁপে ৪০ টাকা (প্রতি কেজি), নতুন আলু ৩৫ টাকা (প্রতি কেজি), মিষ্টি কুমড়া ৪০ টাকা (প্রতি কেজি)।

উপজেলার খড়িবাড়ি বাজারের স্থানীয় ক্রেতা রুহুল আমিন বলেন, ‘কয়েক সপ্তাহ আগেও সবজির দাম ছিল আকাশছোঁয়া। বেগুন বা বাঁধাকপি কিনতে গেলে পকেট ফাঁকা হয়ে যেত। এখন বেশ কম দামে সবজি কিনতে পারছি। তবে শসা আর করলার মতো কিছু সবজির দাম এখনো বেশি।’

উপজেলার খড়িবাড়ি বাজারের সবজি বিক্রেতা জেন্ডার আলী জানান, শীতকালীন সবজিগুলোর মৌসুম না হলেও বাজারে সরবরাহ বেড়েছে। এর ফলে বেশিভাগ সবজির দাম কমে ক্রেতারা স্বাচ্ছন্দ্য পাচ্ছেন।

ফুলবাড়ী বাজারের সবজি বিক্রেতা আশরাফুল জানান, ‘সবজির দাম এখনো বেশ কম। আশা করা যায়, সামনে আরো কমতে পারে। তবে পরিবহন, লেবার খরচ এবং অন্যান্য খরচের কারণে খুচরা বাজারে দাম কিছুটা বেশি রাখা হয়।’

নতুন বছরের শুরুতেই বাজারে সবজির দামের ইতিবাচক পরিবর্তনে ক্রেতারা বেশ খুশি। তারা আশা করছেন, এই ধারা আরো দীর্ঘস্থায়ী হবে এবং স্বল্প আয়ের মানুষের জন্য বাজার আরো সহনীয় হবে। সরবরাহ চাহিদার ভারসাম্য বজায় থাকলে বাজারে সবজির দামেও স্থায়ী স্বস্তি থাকবে।


আরো সংবাদ



premium cement
উত্তরপ্রদেশে গো-হত্যার অভিযোগে যুবককে পিটিয়ে খুন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে : আব্দুস সালাম এইচএমপিভি ভাইরাসে ভারতে আক্রান্ত ২ শিশু দিনাজপুরে সেতাবগঞ্জ চিনিকল চালু করার কার্যক্রম শুরু মেহেরপুর পৌরসভা ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের মানববন্ধন সাবেক আইজিপি মামুন নতুন মামলায় গ্রেফতার ছত্তিশগড়ে সাংবাদিককে খুনের ঘটনায় আটক মূল অভিযুক্ত মধুখালীতে সস্ত্রীক বীর মুক্তিযোদ্ধাকে আহত করার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার গুরুদাসপুরে পুকুরে ডুবে নারীর মৃত্যু সুপ্রিম কোর্টের বেঞ্চসমূহে কাগজমুক্ত বিচার কার্যক্রম শুরু শাহজাদপুরে ডলার ও স্বর্ণসহ ৩০ লাখ টাকার মালামাল লুট

সকল