০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

কু‌ড়িগ্রা‌মে স্বস্তি ফিরেছে সবজির বাজারে, দাম কমায় খুশি ক্রেতারা

- ছবি : নয়া দিগন্ত

কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী‌তে দীর্ঘদিনের অস্বস্তি কেটে স্থিতিশীলতা ফিরেছে কাঁচাবাজারে। গত ১৫ থেকে ২০ দিন ধরে বাজারে সবজির দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বেশিভাগ সবজি হাতের নাগালে আসায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

তবে, মৌসুমের প্রভাবের কারণে কিছু নির্দিষ্ট সবজির দাম এখনো কিছুটা বেশি।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে সবজির দামের এই ইতিবাচক পরিবর্তন।

বাজারে সবজির বর্তমান দাম : পেঁয়াজের ফুল (প্রতি মুঠো) ১০ টাকা, লম্বা বেগুন ১৫ টাকা (প্রতি কেজি), গোল বেগুন ১০ টাকা (প্রতি কেজি), গাজর ৩০ টাকা (প্রতি কেজি), বাঁধাকপি ৫ টাকা (প্রতি পিস), ফুলকপি ৩ টাকা (প্রতি পিস), মুলা ৫ টাকা (প্রতি কেজি), শসা ৪০ টাকা (প্রতি কেজি), বিচিওয়ালা শিম ৩৫ টাকা (প্রতি কেজি), কাঁচা টমেটো ৩০ টাকা (প্রতি কেজি), করলা ১৫০ টাকা (প্রতি কেজি), কাঁচা মরিচ ৫০ টাকা (প্রতি কেজি), পেঁপে ৪০ টাকা (প্রতি কেজি), নতুন আলু ৩৫ টাকা (প্রতি কেজি), মিষ্টি কুমড়া ৪০ টাকা (প্রতি কেজি)।

উপজেলার খড়িবাড়ি বাজারের স্থানীয় ক্রেতা রুহুল আমিন বলেন, ‘কয়েক সপ্তাহ আগেও সবজির দাম ছিল আকাশছোঁয়া। বেগুন বা বাঁধাকপি কিনতে গেলে পকেট ফাঁকা হয়ে যেত। এখন বেশ কম দামে সবজি কিনতে পারছি। তবে শসা আর করলার মতো কিছু সবজির দাম এখনো বেশি।’

উপজেলার খড়িবাড়ি বাজারের সবজি বিক্রেতা জেন্ডার আলী জানান, শীতকালীন সবজিগুলোর মৌসুম না হলেও বাজারে সরবরাহ বেড়েছে। এর ফলে বেশিভাগ সবজির দাম কমে ক্রেতারা স্বাচ্ছন্দ্য পাচ্ছেন।

ফুলবাড়ী বাজারের সবজি বিক্রেতা আশরাফুল জানান, ‘সবজির দাম এখনো বেশ কম। আশা করা যায়, সামনে আরো কমতে পারে। তবে পরিবহন, লেবার খরচ এবং অন্যান্য খরচের কারণে খুচরা বাজারে দাম কিছুটা বেশি রাখা হয়।’

নতুন বছরের শুরুতেই বাজারে সবজির দামের ইতিবাচক পরিবর্তনে ক্রেতারা বেশ খুশি। তারা আশা করছেন, এই ধারা আরো দীর্ঘস্থায়ী হবে এবং স্বল্প আয়ের মানুষের জন্য বাজার আরো সহনীয় হবে। সরবরাহ চাহিদার ভারসাম্য বজায় থাকলে বাজারে সবজির দামেও স্থায়ী স্বস্তি থাকবে।


আরো সংবাদ



premium cement
সিদ্ধিরগঞ্জে রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে আরো ৩ মামলা বিভাজন থাকবে না সেই রাষ্ট্র গঠন করবে জামায়াত : অধ্যাপক মুজিবুর চট্টগ্রামে সাবেক ওসিকে হেনস্তার দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার ৯০ বাংলাদেশী জেলে ফিরলেন স্বজনদের কাছে নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক ‘জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে’ প্রকৌশলী গিয়াস উদ্দিন স্মরণে দোয়া মাহফিল সরকার পরিচালনায় প্রবাসীদের মধ্য থেকে দু’জন উপদেষ্টা নেয়ার দাবি ১৫ জানুয়ারির মধ্যে মিলবে পাঁচ সংস্কার কমিশনের প্রতিবেদন দাবি আদায়ে হজ এজেন্সি মালিকদের ঐক্যবদ্ধ হতে হবে ফতুল্লায় চালককে খুন করে দুটি ইজিবাইক লুট

সকল