০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

রংপুরে মাদক ও সার্জিক্যাল সামগ্রীসহ যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী

- ছবি : নয়া দিগন্ত

রংপুর মহানগরীর মেডিক্যাল পূর্ব গেট এলাকার একটি বাড়ি থেকে এয়ারগান, গাজা ও বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রংপুর মেডিক্যাল কলেজের পূর্ব গেট এলাকার আল আমিনের বাড়িতে অভিযান চালায় তারা। এ সময় আল আমিনের কাছ থেকে একটি এয়ার গান, ২৫ গ্রাম গাঁজা, ৮০০টি বান্ড গ্লোবস ১০০০টি সার্জিকাল গ্লোবস, ১০০টি কেনুলা, ৩২০টি বাটারফ্লাই সেট, ৮০টি জিটোন, ৩০০টি সিরিজসহ বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করা হয়। পরে আল-আমিনকে গ্রেফতার করা হয়।

যৌথ বাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাজা সেবন এবং বিক্রির সাথে কথা স্বীকার করেছে।

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে দেয়া হবেও বলে জানায় সেনাবাহিনী।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, যৌথ বাহিনী উদ্ধার করার পর আল-আমিনকে তাদের কাছে সোপর্দ করেছে। উদ্ধারকিত সামগ্রী ও তাদেরকে দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা হবে।


আরো সংবাদ



premium cement