০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

রংপুরে পিস্তলসহ ৪ তরুণ-তরুণী আটক

- ছবি : নয়া দিগন্ত

রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকা থেকে পিস্তলসহ চার তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন পার্কের মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

আটকরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের দক্ষিণ সাহাজ এলাকার আতোয়ার রহমানের ছেলে হারুনুর রশিদ মেহেদী, একই উপজেলার খানা বাড়ি এলাকা সোলেমান মিয়ার ছেলে
কাওসার আহমেদ, লালমনির হাটের হাতিবান্ধার আব্দুল বাসেতের মেয়ে সাদিয়া সিদ্দিকা বর্না (২২) এবং রংপুর মহানগরীর কোতোয়ালি থানার কোটকিপাড়ার হারুন অর রশিদের ছেলে তাসনিম স্বর্গ (২২)।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্কের মোড়ে একটি সন্দেহভাজন কালো হলুদ রঙের প্রাইভেটকার আটক করে পুলিশ। এরপর ভেতরে থাকা চার তরুণ-তরুণীকে আটক করা হয়। তাদের সাথে থাকা পিস্তল সদৃশ্য ইয়ার সফ্ট গান উদ্ধার করা হয়েছে। একই সাথে গাড়িটি জব্দ করা হয়েছে।

ওসি আরো জানান, পিস্তলটি আসল না নকল, তা আমরা খতিয়ে দেখছি। একইসাথে গ্রেফতারা অন্য কোনো অপরাধের সাথে সম্পৃক্ত কি না তাও জানতে হবে।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement