০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

সংস্কার কাজে সকলের সহযোগিতা প্রয়োজন : জামায়াত আমির

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান - ছবি : নয়া দিগন্ত

সরকারের সংস্কার কাজে সকলের সহযোগিতা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কল্যাণময় রাষ্ট্র নির্মাণে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। এক্ষেত্রে জাতির সাথে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশবিরোধী সকল ষড়যন্ত্র ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে অপার সম্ভাবনা দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। পতিত স্বৈরাচার সরকার দেশের প্রতিটি অঙ্গকে হাসিনার তাঁবেদারে রূপান্তর করে পালিয়ে গেছে। তাই অন্তর্বর্তী সরকার ওইসব সংস্কার কাজে বলিষ্ট ভূমিকা পালন করছেন। আমাদের উচিত সরকারের এসব সংস্কার কাজে সহযোগিতা করা, সময়, সুযোগ ও সমর্থন দেয়া।’

তিনি বলেন, ‘একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর বলা হয়েছিল বৈষম্য দূর করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। কিন্তু শেষ পর্যন্ত বৈষম্য তো দূর হয়নি, বরং গণতান্ত্রিক নয়, স্বৈরতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগ আবির্ভূত হয়েছে। তারা কখনো আমাদের তোয়াক্কা করে না। তারা জনগণের আমানতকে পকেটে ঢুকিয়েছেন। তারা তসরুপ করেছেন, তারা চুরি করেছেন, তারা ডাকাতি করেছেন, তারা অগ্নিসংযোগ, খুন ও লুন্ঠন করেছেন। গত ৫৩ বছরে তারা জাতিকে বিভক্ত করার কাজ করেছে। ওই বিভক্তি আমাদের সর্বনাশ করেছে। এখন সময় ঐক্যের। সম্মিলিত জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।’

বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাহাবুর রহমান বেলাল, অঞ্চল টিম সদস্য আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম।

এ সময় আরো বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম, সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, সাভার থানা আমির আব্দুল কাদের, কাহারোল উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম কাউসার, জামায়াত নেতা এস এম হাদীউজ্জামান, বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মন্জুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি কে এম দেলোয়ার হোসেন, বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল