০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

যারা আপনাদের সর্বনাশ করবে, তাদের নাম প্রকাশ করে দিন : ডা. শফিকুর রহমান

সভায় বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা আপনাদের সর্বনাশ করবে, তাদের নামটা প্রকাশ করে দেন। সেই ব্যক্তি আমি হলে আমার নামটাও বলে দেবেন। আরো একটু বড় গলায় বলবেন, বড় অক্ষরে লিখে দেবেন আমার নাম। সমাজের ভণ্ডদের পরিচয় করিয়ে দেয়া উচিত। কোনো সচেতন মুসলমান কোনো ধরনের দুষ্কর্ম করতে পারে না।

তিনি বলেন, দুর্নীতি-চাঁদাবাজির রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। এই দেশটা আমাদের সবার। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই দেশকে ভালবাসব। সবার আগে শিক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের মাধ্যমে দেশকে এগিয়ে

রোববার রাতে দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে দিনাজপুরের বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আরো বলেন, জামায়াত কোনো দিন ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষার দিকে নজর দেয়া হবে।

তিনি বলেন, আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, কোন চাঁদাবাজ ও দুর্নীতিবাজ থাকবে না। মানুষ যার যার সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করবে।

দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেত্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মো: আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল প্রমুখ।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি অনুষ্ঠানে আগত বিশিষ্টজনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তারা, হাবিপ্রবি, মেডিক্যাল কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অন্যান্য শিক্ষক, আলেম-ওলামা, দিনাজপুর চেম্বারসহ অন্যান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সোমবার সকালে বীরগঞ্জের পথসভায়, দুপুরে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পরে তিনি ঢাকায় ফেরার পথে সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে পথসভায় বক্তব্য রাখবেন।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন কুমিল্লায় বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ উত্তরাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বিদায় বেলায় ইরানে হামলার পরিকল্পনা বাইডেনের টাংগুয়ার হাওর থেকে মাছ ধরার ইলেকট্রনিক যন্ত্রসহ আটক ৩ ২০২৪ সালে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে ২.১ শতাংশ : এফএও গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অভিযানে ৪ মেরকাভা ট্যাংক ধ্বংস সাতক্ষীরার দেবহাটায় তিন পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১ ইসরাইলকে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র দেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের তুরাগ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সকল