০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

পেশাজীবীদের নৈতিকতার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান এ টি এম আজম খানের

- ছবি - সংগৃহীত

পেশাজীবীদের নৈতিকতা নিশ্চিতের মাধ্যমে জবাবদিহিতার সাথে কাজ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমির এ টি এম আজম খান।

আজ শনিবার রাত ৮টায় রংপুর মহানগরীর ইসলামাবাদে কৃষিবিদ ফোরামের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

মহানগর কৃষিবিদ ফোরামের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন মহানগর জামায়াত সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, কর্ম পরিষদ সদস্য শাহজাহান সিরাজী, শূরা সদস্য অধ্যাপক নূর হোসাইন, মহানগর পেশাজীবী থানা আমির অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।

মহানগর জামায়াত আমির এ টি এম আজম খান আরো বলেন, বাংলাদেশের সরকারি বেসরকারি প্রশাসনে নৈতিকতাসম্পন্ন পেশাজীবীর খুবই অভাব। এ কারণে দুর্নীতি-অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার বিগত সময়ে বেড়েছে। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নৈতিকতা সম্পন্ন পেশাজীবী খুবই প্রয়োজন। বাংলাদেশ জামাতে ইসলামী সারাদেশে নৈতিকতাসম্পন্ন পেশাজীবী মানুষ তৈরি করতে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, পেশাজীবীরা যদি সৎ হন। তাহলে প্রশাসনে দুর্নীতি থাকবে না। একটি সমৃদ্ধ আদর্শিক বাংলাদেশ বিনির্মাণ হবে এবং বাংলাদেশ সারা বিশ্বে নৈতিকতার মডেল রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে।


আরো সংবাদ



premium cement