২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ক্লাইমেট অ্যাকশনে অংশ নিতে নেপাল যাচ্ছেন লালমনিরহাটের ৩ শিক্ষার্থী

- ছবি : নয়া দিগন্ত

ওয়াল্ড চ্যাম্পিয়নশীপ অন ক্লাইমেট অ্যাকশন-২০২৪-এ অংশ নিতে নেপাল যাচ্ছেন লালমনিরহাটের তিন শিক্ষার্থী।

বৃহস্পতিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওয়ানা দিবেন বলে জানা গেছে।

ওই তিন শিক্ষার্থীরা হলেন লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নুরান আহনাফ বৃন্ত, মাহবুব রহমান রিজন এবং নাফিসা হোসেন নীলিমা।

এর আগে, চলতি ২০২৪ সালের ৮ নভেম্বর ঢাকার গুলশানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত প্রতিযোগিতায় নিদিষ্ট গ্রুপের (মাধ্যমিক গ্রুপ) প্রতিযোগিতায় লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই তিন শিক্ষার্থী দ্বিতীয় রানার্সআপ হয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার জন্য নির্বাচিত হয়।

কৃতি শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে প্রতিযোগিতায় লালমনিরহাটের এই শিক্ষার্থীরা নিদিষ্ট সাইজের একটি রঙিন দেয়ালিকা প্রস্তুত ও প্রদর্শন করে। প্রস্তুতকৃত দেয়ালিকায় গ্রীণ হাউজ ইফেক্ট প্রতিফলিত হয়েছে। যার একদিকে কাঙ্খিত সবুজ পৃথিবী অন্যদিকে অনাকাঙ্খিত ধূসর পৃথিবীর চিত্র রঙ এবং ককশিট মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এর একটি উন্নত সংস্করণ প্রস্তুত করে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ওয়াল্ড চ্যাম্পিয়নশীপ অন ক্লাইমেট অ্যাকশন প্রতিযোগিতায় প্রদর্শন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, লালমনিরহাটের তিনজন শিক্ষার্থীসহ বিভিন্ন গ্রুপের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে সর্বমোট ১৮ জন শিক্ষার্থী নেপালের রাজধানী কাঠমান্ডুতে ওয়াল্ড চ্যাম্পিয়নশীপ অন ক্লাইমেট অ্যাকশন-২০২৪ এ অংশ গ্রহণ করতে বাংলাদেশ থেকে যাচ্ছে। আগামীকাল ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement
এলডিপির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক ইসরাইলে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা হাউছিদের সীতাকুণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল, সম্পাদক মাসুম জাহাজে ৭ খুন : ছেলে সজিবুলের শোকে মারা গেলেন বাবা ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৫ জন একই পরিবারের দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে : মাওলানা শাহজাহান সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেফতার করেছে নতুন প্রশাসন নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে : গোলাম পরওয়ার সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাব দিচ্ছে ভারত

সকল