গণতন্ত্রের নামে আ’লীগ সরকার হত্যা-গুমে লিপ্ত ছিল : আখতার হোসেন
- পীরগাছা (রংপুর) সংবাদদাতা
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪
গণতন্ত্রের নামে গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার হত্যা-গুমে লিপ্ত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব মো: আখতার হোসেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে কাউনিয়া এবং রাতে পীরগাছা উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে দেশের মানুষ ভারতকে একবিন্দুও ছাড় দিতে প্রস্তুত নয়। গণতন্ত্রের নামে গত ১৬ বছরে আওয়ামী সরকার হত্যা-গুমে লিপ্ত ছিল। উন্নয়নের নামে তারা কোটি কোটি টাকা লুটপাট করেছে এবং বিদেশে পাচার করেছে।
ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, রংপুর জেলা জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক এম আই সুমন, আরিফুল ইসলাম, রংপুর মহানগরের সদস্য মো: জাহাঙ্গীর আলম জীবন, ছাত্রনেতা মো: রমজান আলী, শামীম হোসেন, রফিকুল ইসলাম কনক, মাহি, রোমানসহ স্থানীয় নেতাকর্মীরা। এর আগে দুই উপজেলার শহীদ পরিবারের সদস্যদের কথা শোনেন আখতার হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা