আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
- ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:০৬
গাইবান্ধা জেলার সাতটি উপজেলার আনসার ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে একযোগে সাতটি উপজেলার ২০০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের অবদান অসামান্য। স্বেচ্ছাসেবী সংগঠন হয়েও বাহিনীটি দেশের আইনশৃঙ্খলা রক্ষা, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা ও প্রতিবন্ধকতা নির্মূল করা, স্বাস্থ্য সেবা সহযোগিতায় সহায়ক ভূমিকা পালন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ নানাবিধ কাজ সম্পাদনা করে থাকে। এর ধারাবাহিকতায় আজ আপনারা শীতবস্ত্র পেয়েছেন এবং ভবিষ্যতে মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যদের আরো দ্বিগুণ তৎপর থাকবেন এরূপ আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা আনসার ও ভিডিপি সার্কেল অ্যাডজুট্যান্ট মো: রুস্তম আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: শাহীন মিয়া, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাসহ আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা