কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
- রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম
- ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪
কুড়িগ্রাম জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে মোস্তাফিজুর রহমানকে (মোস্তফা) আহ্বায়ক এবং সোহেল হোসাইন কায়কোবাদকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়াও শফিকুল ইসলাম বেবুকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, হাসিবুর রহমান হাসিবকে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং তাসভীর উল ইসলামকে সদস্য করা হয়েছে।
এদিকে নতুন কমিটি অনুমোদন দেয়ায় প্রেস রিলিজের কপিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তবে নতুন আহ্বায়ক কমিটির বিষয়ে কথা বলতে রাজি হননি জেলা বিএনপির অন্যান্য নেতারা।
নতুন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান, ‘দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিভক্ত অবস্থায় রয়েছে। বিভক্ত অবস্থায় আলাদা আলাদা কর্মসূচি পালন করে আসছে। আমাকে নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে। দলের বিভক্ত নেতাকর্মী কেউ আমার শত্রু নয়। আমি এই আহ্বায়ক কমিটিতে যারা আছেন তাদের সাথে নিয়ে সকল নেতাকর্মীদের এক করে আগামীতে জেলা বিএনপির একটু সুন্দর কমিটি উপহার দেয়ার চেষ্টা করবো।’
উল্লেখ্য, চলতি বছরের ৬ অক্টোবর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০১৬ সালে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির কমিটি গঠন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা