২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

- ছবি : প্রতীকী

দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টায় কবিরাজহাট দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর জেলার চিররবন্দর উপজেলার মশালপুর গ্রামের মাধব রায় (২৪) ও একই এলাকার বাসিন্দা দীপু রায় (৩০)।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পাঁচটি মোটরসাইকেলে বন্ধুরা ঠাকুরগাঁওয়ের নারগুনে খেজুরের রস খেতে যায়। সেখান থেকে ফেরার পথে কবিরাজহাট বাজারে মাধব ও দীপুর মোটরসাইকেলের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মাধব রায় মারা যান। আরোহী দীপু রায়কে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাস্তায় মৃত্যু হয় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মহসিন জানান।

ওসি বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীরা ঘাতক ট্রাকটি আটক করে।


আরো সংবাদ



premium cement