১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বেরোবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তি সম্পর্কিত মতবিনিময় সভা

- ছবি : নয়া দিগন্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘ইনফরমেশন সেশন অন অ্যাডুকেশন ইন ইউএসএ অ্যান্ড স্কলারশিপ অপারচুনিটি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ এবং আরডিআরএস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এংগেইজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ফারাহ নাজ মেহরীন, মাশফিক হাসান, সোহেল ইকবাল, সুমাইয়া আরেফিন অর্ণি।

বৃহস্পতিবার প্রতিনিধিদলটি আরডিআরএস গেস্ট হাউস-এ ‘এমপাওয়ার ইয়ুথ ফর রেজিলিয়েন্স বিল্ডিং’ কর্মসূচির অংশগ্রহণকারীদের সাথে একটি সেশন পরিচালনা করেন। সেশনটিতে নেতৃত্ব, সহনশীলতা এবং নাগরিক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পরে দলটি কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। সেখানে আউটরিচ কর্মসূচির মাধ্যমে ছাত্র-শিক্ষকদের সাথে উচ্চশিক্ষার সুযোগ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

এর আগে, বুধবার সফরের শুরুতে প্রতিনিধিদলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান, যেখানে কর্মকর্তারা ভিসি অধ্যাপক শওকত আলীর সাথে বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

এ সময় দূতাবাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে শিক্ষাগত সুযোগ, যেমন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কে আলোকপাত করেন এবং অ্যাকাডেমিক অংশীদারিত্ব জোরদার করার প্রতিশ্রুতি দেন।

দূতাবাস কর্মকর্তারা অ্যাডুকেশন ইউএসএ-এর মাধ্যমে উপলব্ধ সম্পদগুলোর কথাও তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্তরাষ্ট্রের কর্মসূচি ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান করেন।


আরো সংবাদ



premium cement

সকল