সরকার চিহ্নিত করবে কোনটা সংস্কার হবে, কোনটা হবে না : বদিউল আলম
- সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
- ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৫০
সরকার চিহ্নিত করবে কোনটা সংস্কার হবে, কোনটা হবে না মন্তব্য করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমরা যখন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দিব। পরে যখন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনা হবে তখন চিহ্নিত হবে কোন কোন সংস্কার করতে হবে। তার ওপর সবকিছু নির্ভর করবে। যেগুলোরে ব্যাপারে তারা একমতে পৌঁছাবে সেগুলোর ব্যাপারেই সরকার এবং নির্বাচন কমিশন ও রাজনৈতিক দল বাস্তবায়ন করবে।’
বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
এ সময় সাংবাদিকরা ছাড়াও সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর মহানগর ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।
বদিউল আলম বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করা প্রয়োজন ছিল। কারণ ভোটার তালিকা তৈরি করতে হবে। অনেকগুলো প্রস্তুতিমূলক কাজ করা দরকার। কারণ নির্বাচন যাত্রাটা শুরু হওয়া দরকার। এটা প্রয়োজন ছিল।’
নির্বাচন কমিশন গঠন বিষয়ে ড. বদিউল আলম বলেন, ‘প্রশ্ন উঠে যে, আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেই আইনটা ত্রুটিপূর্ণ। এই আইন নিয়ে সমালোচনা আছে। আমরা নিজেরাও সমালোচনা করেছি। তবে একটা আইন যদি ত্রুটিপূর্ণ হয়, যদি আইনের অধীনে নিরপেক্ষ ও সম্মানিত ব্যক্তিদের নিয়ে একটি অনুসন্ধান কমিটি গঠিত হয়। সম্মানিত ব্যক্তিরা সম্মানিত ব্যক্তিদেরই নিয়োগের জন্য সুপারিশ করবেন। আমি বিশ্বাস করি সেটাই ঘটেছে। একটা দুর্বল আইনের মাধ্যমেই সঠিক ব্যক্তিদের নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন সম্ভব।’
ঘোষিত নির্বাচনের রোডম্যাপের মধ্যেই নির্বাচন বিষয়ে সংস্কার করা সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার একটা ক্ষুদ্র দায়িত্ব। আমাদের দায়িত্ব সীমিত। আমাদের দৃষ্টি সামান্য একটু জায়গায় প্রসারিত হয়। আমরা এসব বিষয়ে অবগত আছি, খুব সীমিত। কিন্তু প্রধান উপদেষ্টা সবকিছু অবগত আছেন। সবকিছু বিবেচনায় নিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি, রোডম্যাপ সঠিক সিদ্ধান্ত। এর মধ্যে একটি সুন্দর, অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা সম্ভব হবে।’
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডিসি অফিসের হলরুমে নির্বাচন সংস্কার নিয়ে বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা