বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ২ মাদককারবারি আটক
- হিলি প্রতিনিধি
- ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭
দিনাজপুরের ঘোড়াঘাটে ২২ হাজার পিস বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার মধ্যরাতে উপজেলার ৪ নাম্বার ঘোড়াঘাট ইউনয়িনের কামদিয়া রোডস্থ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া (৩৬)।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘোড়াঘাট উপজেলার কামদিয়া এলাকায় মাদকের বড় একটি চালান প্রবেশ করেছে। রাতে কোনো এক সময় মাদকের ওই চালানটি দেশের বাইরে চলে যেতে পারে। গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম সাদা পোশাকে ওই এলাকায় অবস্থান নেয়। পরে মধ্যরাতে মাদককারবারির একটি দল ঘোড়াঘাট থানাধীন ৪ নাম্বার ঘোড়াঘাট ইউনিয়নের কামদিয়া রোডস্থ জনৈক রনির স-মিল (করাত কল)-এর সামনে পাঁকা রাস্তার উপর উঠলে পুলিশের উপস্থিতিতে টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে ২২ হাজার পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে আটক করে। যার আনুমানিক মূল্য ৪৪ লাখ টাকা।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজকে তাদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা