১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ২ মাদককারবারি আটক

- ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের ঘোড়াঘাটে ২২ হাজার পিস বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে উপজেলার ৪ নাম্বার ঘোড়াঘাট ইউনয়িনের কামদিয়া রোডস্থ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া (৩৬)।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘোড়াঘাট উপজেলার কামদিয়া এলাকায় মাদকের বড় একটি চালান প্রবেশ করেছে। রাতে কোনো এক সময় মাদকের ওই চালানটি দেশের বাইরে চলে যেতে পারে। গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম সাদা পোশাকে ওই এলাকায় অবস্থান নেয়। পরে মধ্যরাতে মাদককারবারির একটি দল ঘোড়াঘাট থানাধীন ৪ নাম্বার ঘোড়াঘাট ইউনিয়নের কামদিয়া রোডস্থ জনৈক রনির স-মিল (করাত কল)-এর সামনে পাঁকা রাস্তার উপর উঠলে পুলিশের উপস্থিতিতে টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে ২২ হাজার পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে আটক করে। যার আনুমানিক মূল্য ৪৪ লাখ টাকা।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজকে তাদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement
৩১ দফার মাধ্যমে সব অন্যায়ের জবাব দিতে চাই : তারেক রহমান সরকার প্রবাসীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে : আসিফ নজরুল তিন সংস্করণেই ক্যারিবীয়দের কোচ হচ্ছেন সামি ‘অন্য ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনারা গুরুত্বপূর্ণ এই অবস্থানে থাকবে’ ইসরাইল নতুন শর্ত না দিলে গাজায় যুদ্ধবিরতি সম্ভব : হামাস প্রতিরোধ শেষ হয়ে যায়নি, ইসরাইলের শেকড় উপড়ে পড়বে : আয়াতুল্লাহ খামেনি রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন জয়নুল আবেদীন পূর্বাচলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ বাশার আল-আসাদের পতনের পর দামেস্ক বিমানবন্দর থেকে প্রথম বিমান উড়ল জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

সকল