লালমনিরহাটে ট্রেন অবরোধ করে বিক্ষোভ মিছিল
- সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট
- ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৫২
লালমনিরহাটে ট্রেন অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন স্থানীয় জনতা। বুড়িমারী এক্সপ্রেস নামে ট্রেনটি বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি ঢাকা-বুড়িমারী চলাচলের দাবিতে হাতীবান্ধা রেল স্টেশনে এ বিক্ষোভ করা হয়।
মঙ্গলবার (মঙ্গলবার) দুপুরে হাতীবান্ধা রেল স্টেশনে স্থানীয় জনতা রেল পথ অবরোধ করে এ বিক্ষোভ করে।
এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পাবর্তীপুরগামী বুড়িমারী কমিউটার-৬৩ ট্রেনটি আটকে রাখে। পরে হাতীবান্ধা বন্দর বাস স্ট্যান্টে সড়ক পথ অবরোধ করে স্থানীয় জনতা।
জানা গেছে, বিগত সরকার ১৪ বছর আগে বুড়িমারী এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন সরাসরি ঢাকা থেকে বুড়িমারী চলাচল করবে বলে প্রতিশ্রুতি দিলেও সেটি চলতি বছর চালু করে সরাসরি বুড়িমারী থেকে ঢাকা চলাচল না করে লালমনিরহাট থেকে ঢাকা চলাচল করে। এতে ট্রেন সেবা থেকে বঞ্চিত হয় জেলার পাঁচ উপজেলার মানুষ।
ভৌগোলিকভাবে লালমনিরহাটে জেলা স্কেলের মতো সোজা। জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব ১১০ কিলোমিটার। চলতি বছর ট্রেনটি চালু হলেও অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতারা ঢাকাগামী বাস মালিক সমিতির কাছে মোটা অংকের টাকার বিনিময়ে বুড়িমারী স্থলবন্দর থেকে সরাসরি ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এতে ঢাকা-লালমনিরহাট ট্রেন যাতায়াত করছে। যার ফলে জেলার পাঁচ উপজেলার লাখো মানুষ বেকায়দায় পড়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা