০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

২৪-এর বিপ্লবের প্রতিটি উচ্চারণে অনিবার্য ছিলেন কাজী নজরুল : আব্দুল হাই শিকদার

সৈয়দপুর বিমানবন্দরে কবি আব্দুল হাই শিকদারকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান রংপুর সাংবাদিক ইউনিয়নের নেতারা - নয়া দিগন্ত

বাংলাদেশ মানেই কাজী নজরুল। ২৪-এর জুলাই বিপ্লবের প্রতিটি উচ্চারণে তাই কবি নজরুল ইসলামের লেখা অনিবার্য প্রতীক হয়ে স্লোগান-দেয়ালসহ সকল কর্মে প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি আব্দুল হাই শিকদার।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ‘চির উন্নত মম শির’ স্কোয়ার নির্মাণ উদ্বোধন করতে রংপুর আসার পথে কথা বলেন তিনি।

এর আগে বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামলে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানসহ গণমাধ্যমকর্মীরা। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

কবি আব্দুল হাই শিকদার বলেন, ‘একজন মানুষের জন্য যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আলো এবং বাতাস প্রয়োজন, ঠিক তেমনিভাবে বাংলাদেশের জন্য সবসময়ই প্রাসঙ্গিক কবি নজরুল। যেখানে শোষণের বিরুদ্ধে শোসিতের উচ্চারণ, সেখানেই নজরুল। পৃথিবী যত দিন বেঁচে থাকবে, বাংলাদেশ যত দিন বেঁচে থাকবে, জাতীয়তাবাদের প্রতীক হয়ে মানবিকতা এবং গণতন্ত্রের প্রাসঙ্গিক হয়ে কবি নজরুল ইসলাম বেঁচে থাকবেন।’

আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে কবি কাজী নজরুল ইসলামের ম্যুরাল উদ্বোধন করবেন আব্দুল হাই শিকদার।

 


আরো সংবাদ



premium cement