কুড়িগ্রামে তীব্র শীতে বিপর্যস্ত চরাঞ্চলের জনজীবন
- রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি
- ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫
কুড়িগ্রামে তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। বাড়ছে শীতজনিত নানা রোগ- বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পড়েছে বিপাকে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে রৌমারী ও রাজিবপুর উপজেলাসহ নয়টি উপজেলায় একই অবস্থা।
জেলার চার শতাধিক চর ও দ্বীপ চরের নদ-নদী অববাহিকার মানুষ ও গৃহপালিত পশু শীতে কাহিল হয়ে পড়েছে।
রোববার সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, আকাশে ঘন মেঘ থাকায় আগামী ২৪ ঘণ্টা সূর্যের দেখা না মেলার আশঙ্কা রয়েছে।
কুড়িগ্রাম সদরের বেলগাসা ইউনিয়নের কৃষক জয়নাল আবেদিন ও আসাদুজ্জামান বলেন, ‘কয়েক দিন ধরে ঠান্ডা অসহনীয় হয়ে পড়ছে। হাত-পা বরফের মতো হয়ে যায়। কাজ করা খুব কষ্ট।’
বুড়াবুড়ি ইউনিয়নের ধরলার পাড় এলাকার বকুল বলেন, ‘গরিব মানুষের খুব কষ্ট হচ্ছে, শীতের কাপড় বিতরণ দরকার। অন্য বছরের মতো এবার শীতবস্ত্র বিতরণ হচ্ছে না।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, এক হাজার ৮০০ পিস কম্বল ও ২৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। টাকা দিয়ে কম্বল ক্রয় করে বিতরণের প্রক্রিয়া চলছে। আরো বরাদ্দ চাওয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা