০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১,
`

দিনাজপুরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা - ছবি : বাসস

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরীসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাসহ ৭০ জনের বিরুদ্ধে দিনাজপুর বিরল থানায় একটি নাশকতার মামলা করা হয়েছে।

বুধবার বিকেলে বিরল থানার ওসি পরিদর্শক মো: আব্দুস সবুর এই তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুর সাড়ে দেড়টায় জেলার বিরল উপজেলার নোনাগ্রামের তরিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম মামলাটি করেছেন।

এজাহারকারী অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ গ্রহণ করার অভিযোগে গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টায় বিরল বাজারে আসামীরা তার উপর হামলা চালায়।

এতে বলা হয়, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের হুকমে অন্যান্য আসামীরা তাকে ঘটনাস্থলে আটক করে মারপিট করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সোহেল রানা জানান, মামলার করার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এজাহারকারীর সাথে কথা বলে তার থেকে আলামত জব্দ করেছেন। আসামীদের গ্রেফতারে তৎপরতা শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
‘কাদের সিদ্দিকী ক্ষমা না চাইলে সভা-সমাবেশ করতে দেয়া হবে না’ গাজীপুরে আ’লীগ নেতা বহনকারী প্রিজনভ্যানে ঝাড়ুপেটা হত্যা মামলায় হাজী সেলিমের ছেলে কারাগারে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চাল আমদানিতে একক কোনো দেশের ওপর নির্ভর করব না : খাদ্য উপদেষ্টা চীনা নির্মাণস্থলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান কারাগারে বিসিএস কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটির আহ্বায়ক সাহিনুল, সদস্য সচিব মুকুল বাশার আল-আসাদ : চিকিৎসক থেকে সিরিয়ার কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশীদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জম্মু-কাশ্মীর থেকে ২ পুলিশের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সকল