১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দিনাজপুরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা - ছবি : বাসস

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরীসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাসহ ৭০ জনের বিরুদ্ধে দিনাজপুর বিরল থানায় একটি নাশকতার মামলা করা হয়েছে।

বুধবার বিকেলে বিরল থানার ওসি পরিদর্শক মো: আব্দুস সবুর এই তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুর সাড়ে দেড়টায় জেলার বিরল উপজেলার নোনাগ্রামের তরিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম মামলাটি করেছেন।

এজাহারকারী অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ গ্রহণ করার অভিযোগে গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টায় বিরল বাজারে আসামীরা তার উপর হামলা চালায়।

এতে বলা হয়, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের হুকমে অন্যান্য আসামীরা তাকে ঘটনাস্থলে আটক করে মারপিট করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সোহেল রানা জানান, মামলার করার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এজাহারকারীর সাথে কথা বলে তার থেকে আলামত জব্দ করেছেন। আসামীদের গ্রেফতারে তৎপরতা শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
চৌগাছায় নিখোঁজের দু’দিন পর গৃহবধূর লাশ উদ্ধার গুম-খুন-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত : মৎস্য উপদেষ্টা জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিলো আস-সুন্নাহ ফাউন্ডেশন ‘আ’লীগের ১৫ বছরের দুঃশাসনে সংঘটিত সব খুন-গুমের বিচার করতে হবে’ মরুভূমিতে রূপান্তরের ঝুঁকিতে পৃথিবীর অর্ধেক ভূমি নদী দূষণ ও অবৈধ দখলদারিত্ব থেকে মুক্ত করার এখনই উপযুক্ত সময় : নৌ-পরিবহন উপদেষ্টা ফেনীতে প্রবাসফেরতদের আর্থিক সহায়তার জন্য আলোচনা সভা এনসিসি ব্যাংকের ডিজিটাল রূপান্তর করবে ফ্লোরা সিস্টেমস বকেয়া মজুরি পেয়ে কাজে ফিরলেন এনটিসি চা বাগানের শ্রমিকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধাদানকারী আ’লীগ নেতা গ্রেফতার

সকল