০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

দিনাজপুরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা - ছবি : বাসস

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরীসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাসহ ৭০ জনের বিরুদ্ধে দিনাজপুর বিরল থানায় একটি নাশকতার মামলা করা হয়েছে।

বুধবার বিকেলে বিরল থানার ওসি পরিদর্শক মো: আব্দুস সবুর এই তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুর সাড়ে দেড়টায় জেলার বিরল উপজেলার নোনাগ্রামের তরিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম মামলাটি করেছেন।

এজাহারকারী অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ গ্রহণ করার অভিযোগে গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টায় বিরল বাজারে আসামীরা তার উপর হামলা চালায়।

এতে বলা হয়, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের হুকমে অন্যান্য আসামীরা তাকে ঘটনাস্থলে আটক করে মারপিট করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সোহেল রানা জানান, মামলার করার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এজাহারকারীর সাথে কথা বলে তার থেকে আলামত জব্দ করেছেন। আসামীদের গ্রেফতারে তৎপরতা শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
অর্থনৈতিক উন্নয়নে নৈতিক ও কর্মমুখী শিক্ষা গণতন্ত্রে রূপান্তরের আরো কঠিন দুটি ধাপ রয়েছে : মঈন খান সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৯০ জনের নামে মামলা ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য : প্রধান উপদেষ্টা আবারো ইসরাইল ও হামাসের মাঝে মধ্যস্থতা শুরু করবে কাতার বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছেন : হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট অর্থনীতি অনিয়ম দুর্নীতিমুক্ত করতে হবে কমলনগরে চার ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ শাসনব্যবস্থার পুনর্গঠন : অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পথ ভারতীয় বংশোদ্ভূত নবনিযুক্ত এফবিআই প্রধানকে ঘিরে কেন বিতর্ক সিলেট সীমান্তে রয়েল এনফিল্ড বাইকসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সকল