১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দিনাজপুরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা - ছবি : বাসস

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরীসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাসহ ৭০ জনের বিরুদ্ধে দিনাজপুর বিরল থানায় একটি নাশকতার মামলা করা হয়েছে।

বুধবার বিকেলে বিরল থানার ওসি পরিদর্শক মো: আব্দুস সবুর এই তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুর সাড়ে দেড়টায় জেলার বিরল উপজেলার নোনাগ্রামের তরিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম মামলাটি করেছেন।

এজাহারকারী অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ গ্রহণ করার অভিযোগে গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টায় বিরল বাজারে আসামীরা তার উপর হামলা চালায়।

এতে বলা হয়, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের হুকমে অন্যান্য আসামীরা তাকে ঘটনাস্থলে আটক করে মারপিট করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সোহেল রানা জানান, মামলার করার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এজাহারকারীর সাথে কথা বলে তার থেকে আলামত জব্দ করেছেন। আসামীদের গ্রেফতারে তৎপরতা শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
তারকা ত্রয়ীর গোলে জয় রিয়াল মাদ্রিদের আজ শুরু ১১তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সামরিক সংলাপ পাকিস্তানের পুরনো ভিডিওকে বাংলাদেশে মন্দির ভাঙচুরের দৃশ্য দাবি করে প্রচার মিলার তাণ্ডব ও লিন্ডের অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার জয় ওয়াকফ : মুসলিমদের পাশে দাঁড়ানোর বার্তা খ্রিস্টান নেতাদের ভারতের গোয়েন্দা কর্মকর্তাই ছড়িয়েছেন বোমাতঙ্ক! সিরিয়ার ৮০ ভাগ সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছে ইসরাইল পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধানের বিরুদ্ধে কোর্ট-মার্শাল শুরু সিরিয়ার মানবিজে মার্কিন ও তুর্কি গ্রুপের মধ্যে যুদ্ধবিরতি স্টেডিয়াম থেকে বের করে দেয়া হলো ভারতীয় সমর্থককে ৬৫ মিলিয়ন ডলার, নতুন নজির বেসবল খেলোয়াড় জুয়ান সোটোর

সকল