০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

দিনাজপুরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা - ছবি : বাসস

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরীসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাসহ ৭০ জনের বিরুদ্ধে দিনাজপুর বিরল থানায় একটি নাশকতার মামলা করা হয়েছে।

বুধবার বিকেলে বিরল থানার ওসি পরিদর্শক মো: আব্দুস সবুর এই তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুর সাড়ে দেড়টায় জেলার বিরল উপজেলার নোনাগ্রামের তরিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম মামলাটি করেছেন।

এজাহারকারী অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ গ্রহণ করার অভিযোগে গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টায় বিরল বাজারে আসামীরা তার উপর হামলা চালায়।

এতে বলা হয়, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের হুকমে অন্যান্য আসামীরা তাকে ঘটনাস্থলে আটক করে মারপিট করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সোহেল রানা জানান, মামলার করার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এজাহারকারীর সাথে কথা বলে তার থেকে আলামত জব্দ করেছেন। আসামীদের গ্রেফতারে তৎপরতা শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে চূড়ান্ত রায় ১৭ ডিসেম্বর পলিব্যাগে আগাম তরমুজ চাষে সম্ভাবনার হাতছানি চাষিদের পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন ইউক্রেন যুদ্ধে শীতকালকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া : ন্যাটো প্রধান দক্ষিণ চীনে রেলওয়ে নির্মাণস্থল ধসে ১৩ জন নিখোঁজ হামলা সত্ত্বেও ইসরাইল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি ‘বহাল’ : ব্লিংকেন আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি ভৈরবে গ্রেফতার যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানীয় বিমা কোম্পানির প্রধান গুলিতে নিহত

সকল