পঞ্চগড়ে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩
পৌষ মাস না পড়তেই অগ্রহায়নের শীতে কাঁপছে উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়। টানা সপ্তাহ সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে এ জেলায়। কুয়াশার সাথে ঠান্ডা বাতাস যোগ হওয়ায় শীতের প্রকোপ আরো বেড়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে ভোর ৬টায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রতি ঘণ্টায় বাতাসের গতি ৬ থেকে ৮ কিলোমিটার। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ।
ভোর থেকে বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, ভোরেই ঝলমলে রোদ নিয়ে উঠেছে সূর্য। সূর্যের কিরণে রোদ থাকলেও সকাল ৯টা পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে শীত। সকালে রোদ থাকায় শীতের প্রভাব পড়ছে না কোনো কাজকর্মে। সকালেই কাজে বেড়িয়েছেন চা ও পাথর শ্রমিক, দিনমজুর থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ভোরে শিশিরভেজা সতেজ শাকসবজি তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা