দেবীগঞ্জে যুবলীগ নেতা মিঠু গ্রেফতার
- দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
- ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫
নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠুকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দেবীগঞ্জ উপজেলার করতোয়া সেতুর পশ্চিমপাড়ের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। দেবীগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম তাকে গ্রেফতার করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের দিন সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।’
উল্লেখ্য, দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সময় দামানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম দু’ জনের নামে ও অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তখন দু’ জনকে ঘটনাস্থল হতে আটক করা হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা