গাইবান্ধয় রোহিঙ্গা যুবকসহ আটক ৩
- সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
- ০২ ডিসেম্বর ২০২৪, ০০:১৩
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার নিবন্ধন করতে এসে দু’সহযোগীসহ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিস থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
আটক রোহিঙ্গা নুরুল আমিন (২৪) কক্সবাজার বালুখালি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লালু মিয়ার ছেলে। এছাড়া তার সহযোগী তায়েফ সরকার (২৩) সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুল সরকারের ছেলে। আরেক ব্যক্তির নাম জীবন কৃষ্ণ সরকার (৩৪) তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন বলেন, ‘রোববার দুপুরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য এক রোহিঙ্গা যুবক স্থানীয় দু’জনকে সাথে নিয়ে তার কার্যালয়ে আসেন। তারা রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম এলাকার ভোটার হওয়ার জন্য আবেদন নিয়ে আসেন। আবেদনে শিক্ষাগত যোগ্যতা না থাকাসহ তার কথাবার্তা সন্দেহ হয়। এ সময় নাগরিকত্ব ও চারিত্রিক সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করলে সবই ভুয়া বলে প্রমাণিত হয়।’
জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক নুরুল আমিন তার সাথে থাকা দু’যুবকের সহায়তায় ভোটার হতে আসেন বলে স্বীকার করেন। পরে তাদের পুলিশে সোর্পদ করা হয়।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, ‘এ ঘটনায় তাদের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা