২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কোনো দল বা গোষ্ঠির নয়’

রংপুরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা - ছবি : নয়া দিগন্ত

রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠির নয় মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ‘রাষ্ট্রের যেকোনো প্রতিষ্ঠান সকল জনগণের। সে কারণে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে জবাবদিহীতার আওতায় আনতে হবে।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রংপুর টাউন হলে ফ্যাসিবাদব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে রংপুর মহানগর ও জেলা সংগঠকদের নিয়ে মতবিনিময় সভায় এ দাবি করেছেন নেতারা।

এ সময় বক্তব্য দেন নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও রংপুর বিভাগের সমন্বয়কারী আতিক মুজাহিদ ও ডা. মো: আব্দুল আহাদ, রংপুরের সমন্বয়ক আলমগীর নয়ন, এম আই সুমন, আরিফুল ইসলাম প্রমুখ।

এক প্রশ্নের উত্তরে রংপুর বিভাগের সমন্বয়কারী ডা. মো: আব্দুল আহাদ বলেন, ‘আমি নাগরিক কমিটির হেলথ (স্বাস্থ্য) বিভাগ দেখছি। আমরা মনে করি রংপুর বিভাগে রংপুর মেডিক্যাল কলেজ একটা বড় স্টেক হোল্ডার। এছাড়া এখানে অনেক প্রাইভেট ক্লিনিক আছে। তাদের লাগামহীন ইনভেস্টিগেশন বাণিজ্য, ওষুধ বাণিজ্য ও দালালি ওপেন সিক্রেট।’

তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে জরুরি বিষয়গুলোকে উন্নত করা। একজন স্ট্রোকের রোগিকে যদি আট ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করা যায় তাহলে চিকিৎসা শেষে রোগি বাসায় হেঁটে ফিরতে পারবেন। কিন্তু আমরা তা করতে পারি না। তাই রংপুরে যদি স্ট্রোক সেন্টার করা যায়, তাহলে এটা সম্ভব।’

ডা. আহাদ আরো বলেন, ‘চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এখানে কি কি প্রয়োজন বা করা দরকার তার জন্য আপনারা প্রস্তাব দেবেন। আমরা তা বাস্তবায়ন করার দায়িত্ব নিবো, ইনশাআল্লাহ।’

এ সময় আরেক প্রশ্নের উত্তরে সংবিধান সংস্কার কমিটির সদস্য আতিক মুজাহিদ বলেন, ‘ল’কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। কুড়িগ্রাম ল’কলেজে যিনি ঢোকেন। তিনিই চেতনাবাজ হন। এখানে শিক্ষক ১২ জন। তার মধ্যে ১১ জন ফ্যাসিস্ট। একজন বিএনপির। তিনিও তাদের সাথে তাল মেলান। আপনারা এসবের তালিকা করবেন।’


আরো সংবাদ



premium cement