২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সৈয়দপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

সৈয়দপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাসের ইসকন নিষিদ্ধের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে শহীদ স্মরণী থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচমাথা মোড় পুলিশ ট্রাফিকবক্সে গিয়ে শেষ হয়।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিরব, ফয়সাল, রাব্বি, মোস্তাফিজুর, রউফ, শুভ ও সায়েমের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিল থেকে চট্টগ্রাম আদালতে প্রকাশ্যে আইনজীবীকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সনাতন জাগরণী মঞ্চের আহ্বায়ক চিন্ময় কৃষ্ণ দাসের উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।

মিছিল শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, ‌‌‘ইসকন ভারতের দালাল এবং স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। তারা সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে। চিন্ময় দাসের নেতৃত্বে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ষড়যন্ত্রের নেপথ্যে কাজ করছে ডেইলি স্টার ও প্রথম আলো।’

বক্তারা তাদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান। তাদের যেকোনো ধরনের ষড়যন্ত্র কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।


আরো সংবাদ



premium cement