২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুড়িগ্রামে পিলখানা হত্যার তদন্ত ও চাকরিতে পূর্ণবহালের দাবি

কুড়িগ্রামে পিলখানা হত্যার তদন্ত ও চাকরিতে পূর্ণবহালের দাবি - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামে পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত ও বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নিরপরাধ সদস্যদের মুক্তি ও চাকরিতে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিত পিলখানা হত্যায় বিদ্রোহের নামে প্রহসনের বিচারের নামে ১৮ হাজার ৫১৯ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়। প্রায় আট শতাধিক বিডিআর সদস্য কারাগারে মৃত্যুর প্রহর গুনছেন। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পূর্নবাহলের দাবি জানানো হয়।

বিডিআর সদস্য ও কুড়িগ্রাম বিডিআর কল্যাণ পরিষদের মুখপাত্র আব্দুল আখের বলেন, আমাদের অনেকে নিরপরাধ থেকেও চাকরিচ্যুত হতে হয়েছে। এখনো প্রায় আট শতাধিক বিডিআর কারাগারে আছেন। তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে চাকরিতে পূর্নবহাল করতে হবে।

হোসেন আরা হ্যাপি জানান, আমার বাবা পিলখানা হত্যায় জড়িত না থেকেও দীর্ঘ তিন বছর কারা ভোগ করে মৃত্যু বরণ করেন। আমি দেখেছি, এ ঘটনায় বাবাকে কত কষ্ট ও সামাজিকভাবে হেয় করা হয়েছিল। আমি চাই আমার বাবার মতো আর কোনো বিডিআর সদস্য বিনা অপরাধে সাজা ভোগ করতে না হয়। তাদের চাকরি ফিরিয়ে দেয়া হোক।

এ সময় মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্য মো: আব্দুল আখের, মো: নুরুজ্জামান হক, মোস্তফা কামাল, আজাদ আলী ও বিডিআর পরিবারের সদস্যরা বক্তব্য দেন।


আরো সংবাদ



premium cement