দেবীগঞ্জে পরিত্যক্ত কাউন্টার থেকে যুবকের লাশ উদ্ধার
- দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
- ২৫ নভেম্বর ২০২৪, ১৭:৪৫
দেবীগঞ্জ বাসস্ট্যান্ডে পরিত্যক্ত একটি কাউন্টার থেকে সন্তোষ রায় নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) সকালে দেবীগঞ্জ বাসস্ট্যান্ডে পরিত্যক্ত একটি কাউন্টার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সন্তোষ রায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বানিয়াপাড়ার তিনপুল এলাকার সুশীল চন্দ্র রায়ের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, ২৪ নভেম্বর রাতে সন্তোষ রায় দেবীগঞ্জস্পেশাল নামে নৈশকোচে উঠেন। ২৫ নভেম্বর সকালে দেবীগঞ্জ পৌঁছায়। দেবীগঞ্জ এলে সন্তোষ রায় গাড়ি থেকে নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি পরিত্যক্ত একটি কাউন্টারের মেঝেতে শুয়ে পড়েন। স্থানীয়রা দেখে তিনি শীতে কাঁপতেছেন। পরে এক পরিবহনশ্রমিক তাকে কম্বল দিয়ে ঢেকে দেন। এর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে মারা যান তিনি।
পরিবারের সদস্যরা জানায়, সন্তোষ রায় ঢাকার নবীনগরে গাড়ি চালাতেন। তিনি দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে ভুগছিলেন।
সকালে ঢাকাগামী কোচ স্ট্যান্ড হতে স্থানীয় লোকজন থানায় খবর দিলে স্থানীয় কাউন্টার মাস্টার এবং গাড়ি ধোলাইয়ে নিয়োজিত ব্যক্তিরা জানান, ‘রাতে ঢাকা থেকে ছেড়ে আসা দেবীগঞ্জস্পেশাল পরিবহনে করে আসেন ওই যুবক। পরে আমরা দেখি এক ব্যক্তি পরিত্যক্ত কাউন্টারের মেঝেতে পড়ে আছে। এ সময় আমরা দেবীগঞ্জ পুলিশকে খবর দেই।’
এ ঘটনায় দেবীগঞ্জ সার্কেলের (বোদা, দেবীগঞ্জ) সহকারী পুলিশ সুপার রুনা লায়লা ও দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে পরিদর্শনে যান।
দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার জ্যোতিষ্ময় রায় জানান, ‘সন্তোষ রায়কে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।’
দেবীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফুল কবির জানান, সন্তোষ রায় নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্তোষ রায়ের লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। যদি পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয় তাহলে আইনিব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা