২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা - ছবি : নয়া দিগন্ত

আজ সন্ধ্যার মধ্যে রংপুরসহ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের ঘোষণা না দেয়া হলে আগামীকাল উত্তরবঙ্গের ১৬ জেলার মহাসড়কগুলোর প্রবেশ মুখ বন্ধ করে অবরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।

বুধবার রংপুর মহানগরীর মডার্ন মোড়ের মহাসড়ক অবরোধ থেকে এ ঘোষণা দেন তারা। এর আগে নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর পৌনে ১২টা থেকে ছয় লেনের ওই মহাসড়ক অবরোধ করে তারা।

এ কারণে রংপুর লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়ের সাথে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অবরোধ চলাকালে মিছিল এবং স্লোগান দিতে থাকে তারা। অনেকেই রাস্তায় শুয়ে পড়েন। তাদের সাথে যোগদান স্থানীয় জনতা।

এ সময়ে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়কারী আলমগীর নয়ন, এম আই সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলী হাসান সাইফ, ইমরান আহমেদ, নাহিদ হাসান খন্দকার, ইমতিয়াজ ইমতি, সাজ্জাদ হোসেন, ইয়াসির আরাফাত, ডা. আর এস নাসিফ প্রমুখ।

আন্দোলনকারীদের দাবি করেন, শহীদ আবু সাঈদ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন। সেই আবু সাঈদের শহরসহ উত্তরাঞ্চলে ২৪ জুলাই পরবর্তী বিপ্লবোত্তর অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা নেই। যা আবু সাঈদের রক্তের সাথে চরমভাবে বেইমানি। এটা তারা কোনোভাবেই মেনে নিবেন না। অবিলম্বে ন্যূনতম পাঁচজন উপদেষ্টা সংযুক্ত করার দাবিও তোলেন তারা।

অবরোধ সমাবেশে জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলমগীর নয়ন ঘোষনা করেন, ‘বুধবার সন্ধ্যার মধ্যে দাবি আদায়ের ঘোষণা দেয়া না হলে আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের ১৬ জেলার মহাসড়কগুলোর প্রবেশ মুখে অবরোধ দিয়েছেন আন্দোলনকারীরা।’

একইসাথে উপদেষ্টা পরিষদ থেকে মোস্তফা সারোয়ার ফারুকী এবং শেখ বশির উদ্দিনকে অপসারণের দাবি জানান তিনি। পরে দুপুর পৌনে ২টায় অবরোধ তুলে নিলে আইন-শৃঙ্খলা বাহিনী যানবাহন চলাচল স্বাভাবিক করে।


আরো সংবাদ



premium cement
আন্দোলনের মূল স্পিরিট হলো বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ : কেন্দ্রীয় সভাপতি ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’ মার্কিন শ্রম প্রতিনিধিদল আসছে শুক্রবার ৬ ঘণ্টা অবরোধের পর মহাখালীর সড়ক ও রেললাইন ছাড়লেন রিকশাচালকরা দেশে ফিরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান নওগাঁয় পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রাসিকের ১৬১ কর্মীর অব্যাহতি, ৩৮ জনকে শোকজ খালাস পেলেন সোহেল-টুকুসহ বিএনপির ২২ নেতাকর্মী পল্লী বিদ্যুতের সঙ্কট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান হেফাজত আমিরের

সকল