০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

বেরোবিতে ছাত্রীকে উত্ত্যক্ত, আটক ২

বেরোবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবককে আটক করা হয়েছে। - ছবি : নয়া দিগন্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ক্যাম্পাসের বহিরাগত দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে সহপাঠীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন পার্কের মোড় এলাকার সেলুনের কর্মচারী শিমুল (২৫) এবং মর্ডান মোড়ের আবির (২০)।

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো: ফেরদৌস রহমান জানান, বৃহস্পতিবার রাতে ক্যাফেটরিয়ার সামনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পিকনিক করার সময় তারা ওই বিভাগের এক ছাত্রীর কাছে ফুল চান। এ সময় তারা মদ্যপ অবস্থায় ছিলেন। সাথে সাথে সেখানে থাকা সহপাঠীরা ওই দুই যুবককে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

তিনি জানান, সংরক্ষিত এলাকায় মাদক সেবনের জন্য তাদের নামে মামলা করা হবে।

রংপুর মহানগর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দিলে তাদেরকে যথাযথভাবে আইনের মুখোমুখি করা হবে।


আরো সংবাদ



premium cement