০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

আন্দোলনের মুখে রমেকের অধ্যক্ষকে ওএসডি

কর্মবিরতি ও শাটডাউনের কর্মসূচি প্রত্যাহার
অধ্যক্ষ ডা: মাহফুজুর রহমান - ছবি : সংগৃহীত

আন্দোলনের মুখে অবশেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওএসডি করা হলো রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা: মাহফুজুর রহমানকে। এদিকে, দাবি পূরণ হওয়ায় এরই মধ্য কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক পত্রে তাকে ওএসডি করার কথা জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: মো: মাহফুজার রহমানকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং দিনাজপুর মেডিক্যাল কলেজে শিশু বিভাগের অধ্যাপক শরিফুল ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো।

এদিকে, দাবি পূরণ হওয়ায় শাটডাউনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্যবিরোধী চিকিৎসক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী আন্দোলনের মুখপাত্র ডা: শরিফুল ইসলাম মন্ডল। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের অ্যাজেন্ট ডা: মাহফুজার রহমানকে ওসএসডি করা হয়েছে। এতে আমরা খুশি। বুধবার (৬ নভেম্বর) এ নিয়ে আমরা দুপুর ১২টায় আনন্দ মিছিল করবো। তবে আমাদের দাবি তার বিরুদ্ধে সব অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এর আগে মঙ্গলবার সকালে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইনডোর ও আউটডোরে কর্মবিরতি করেন চিকিৎসক এবং সংশ্লিষ্টরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তারা।

গত ২৯ অক্টোবর ডাক্তার মাহফুজকে অধ্যক্ষ হিসেবে পদোন্নতি দেয়া হয়। পরের দিনই তার কক্ষে তালা লাগিয়ে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। ডা: মাহফুজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়া, শহীদ আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট টেম্পারিং করতে চাপ প্রয়োগ, ক্যাম্পাসে ছাত্রলীগকে পৃষ্ঠপোষকতাসহ সাবেক আওয়ামী সরকারের পারপাস সাফ করার অভিযোগ করেন আন্দোলনকারীরা।


আরো সংবাদ



premium cement