০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

লালমনিরহাটে বিদেশী নাগরিকের টাকা চুরির ঘটনায় আটক ৪

- ছবি : প্রতীকী

লালমনিরহাটের পাটগ্রামে এক বিদেশী নাগরিকের টাকা চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রাইভেটকারচালক আলম, হোটেল কর্মচারী ফিরোজ, মালেক ও রায়হানকে আটক করা হয়।

জানা গেছে, মি. হেরি (৫২) নামে এক বিদেশী নাগরিক বৃহস্পতিবার ট্যুরিস্ট ভিসায় গ্রিস থেকে বাংলাদেশে আসেন। পরে ঢাকা থেকে মিলন নামে একজন গাইডকে সাথে নিয়ে শুক্রবার সৈয়দপুর বিমান বন্দরে নামেন। এরপর প্রাইভেটকার ভাড়া করে মি. হেরি ও গাইড মিলন দহগ্রাম আঙ্গরপোতা ও বুড়িমারী স্থলবন্দরের বিভিন্ন স্থান ঘুরে রাতে পাটগ্রাম উপজেলা পরিষদের পাশে হোটেল রাজ-এর দ্বিতীয় তলার ২১১ নম্বর কক্ষে রাত্রি যাপন করেন।

গাইড মিলন বলেন, আমি তৃতীয় তলার ২০৯ নম্বর কক্ষে ছিলাম। প্রাইভেটকারচালক আলম ৩০৯ নম্বর কক্ষে ছিলেন।

তিনি বলেন, শনিবার সকালে মি. হেরি জানায় তার ব্যাগে থাকা চার হাজার ২০০ ইউরো (বাংলাদেশী টাকায় ছয় লাখ টাকা) এবং বাংলাদেশী নয় হাজার টাকা চুরি হয়ে গেছে।

এ সময় দেখি আমার কক্ষের দরজা বাহির থেকে লক করা। পরে কক্ষ থেকে বের হয়ে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

হোটেল রাজ-এর স্বত্বাধিকারী সফিয়ার রহমান বলেন, আমি অসুস্থ থাকায় রংপুরে ছিলাম। এ ঘটনা জানতে পেরে দ্রুত হোটেলে চলে আসি। পুলিশ হোটেলের সিসি টিভি ফুটেজসহ মি. হেরি যে কক্ষে ছিলেন তা পর্যবেক্ষণ করেছেন। গাইড মিলনের ধারণা এ ঘটনায় প্রাইভেটকারচালক আলমসহ হোটেলের কর্মচারীরা জড়িত থাকতে পারে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) আশরাফুজ্জামান সরকার নয়া দিগন্তকে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদসহ সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে।


আরো সংবাদ



premium cement