২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিনাজপুরে নারীসহ ৪ ছিনতাইকারী আটক

আটক হওয়া চার আসামি - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের বিরামপুরে অটোরিকশা ছিনতাই হওয়ার ঘটনায় ছিনতাই চক্রের দু’নারীসহ চার সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) বিরামপুর থানায় অটোরিকশার মালিক আনারুল ইসলাম মামলা করেন। পরে আসামিদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়।

এ ঘটনার মামলায় অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হকের নির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে সালমা আক্তার পাখি, জহুরা খাতুন ও তার স্বামী মোশারফ হোসেন লুৎফর এবং আব্দুল আলিম নামে চারজনকে আটক করে।

আনারুল ইসলাম জানান, ‘রোববার সন্ধ্যায় হাবিবপুর বাজারে সালমা আক্তার পাখি (২৮) নামে এক নারী আনারুলের অটোরিকশা রিজার্ভ নিয়ে ধানঘরা গ্রামে যাওয়ার কথা বলে। পথে ধানঘরা ও বেপারীটোলা পাকা রাস্তায় যাওয়া মাত্রই কয়েকজন গতিরোধ করে আনারুলকে মারপিট করে বেঁধে রেখে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়।’

অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, ‘আটক আসামিদের রিমান্ড আবেদনসহ দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।’


আরো সংবাদ



premium cement