কুড়িগ্রামে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- রেজাউল করিম রেজা কুড়িগ্রাম প্রতিনিধি
- ২৩ অক্টোবর ২০২৪, ১৫:৫৫
কুড়িগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনাসহ দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানান।
সমাবেশ শেষে মজিদা কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শহর ঘুরে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি প্রদান করে জেলা বিএনপি।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, ‘তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করাসহ দ্রুত নির্বাচন দিতে হবে।’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মো: সাইফুর রহমান রানা বলেন, ‘আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে দেশে ফিরিয়ে আনা হোক। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এখনো তার নামে ৮০টি মামলা রয়েছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা