অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় আটক ৪
- মো: রেজোয়ান ইসলাম ডিমলা (নীলফামারী)
- ২২ অক্টোবর ২০২৪, ২৩:০০
নীলফামারীর ডিমলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ অক্টোবর) আটক হওয়া ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্তের খাল পাড়া থেকে তাদের আটক করে রংপুর ব্যাটালিয়ন-৫১ বিজিবির একটি টহল দল।
আটক হওয়া ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী মধ্যপাড়া এলাকার শ্রী ললিত চন্দ্র রায়ের ছেলে শ্রী উত্তম কুমার রায় (১৯), বাঙ্গামালী এলাকার দক্ষিণচড়া সবুজ পাড়ার সুরেশ চন্দ্র রায়ের ছেলে হেমন্ত রায় (২৩), পলাশবাড়ীর কিশামত বশিয়ান এলাকার ডালিম চন্দ্র রায়ের ছেলে সংকর রায় (১৮) ও ডিমলা উপজেলার মেডিক্যাল মোড় এলাকার শম্ভু দত্ত মল্লিকের ছেলে আনন্দ দত্ত মল্লিক (২৬)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ঠাকুরগঞ্জ বিওপির সীমান্ত পিলার (৭৯২/৫)-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেত থেকে চারজন বাংলাদেশী নাগরিককে আটক করে বিজিবি।
ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম নয়া দিগন্তকে বলেন, ‘আটক ব্যক্তিরা স্থানীয় একটি পাচারকারী চক্রের মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করে বিজিবি। পরে চারজনকে থানায় হস্তান্তর করে। আটকদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা