২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুরে সিন্ডিকেট ভেঙে ব্যবসা পরিচালনার ঘোষণা ব্যবসায়ীদের

ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমাবেশ - ছবি : নয়া দিগন্ত

রংপুরে সিন্ডিকেট ভেঙে ব্যবসা পরিচালনার ঘোষণা দিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মো: শহিদুল ইসলাম বলেছেন, ‘সিন্ডিকেট ভেঙে দিয়ে সৎভাবে ব্যবসার মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামোকে মজবুত করতে হবে।’

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রংপুর টাউন হলে আয়োজিত এক ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহানগর সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন আইবি ডব্লিউ এফ-এর সহ-সভাপতি মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা সভাপতি আনোয়ারুল ইসলাম, রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী, রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজেরে উপ-পরিচালক আশরাফুল আলম আল আমিন, সামস এগ্রোর চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জিল্লুর রহমানসহ প্রমুখ।

এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর একটি অসাধু চক্র ব্যবসায় সিন্ডিকেট করে দাম বৃদ্ধির চেষ্টা করছে। সৎ ও সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে ব্যবসা পরিচালনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।’


আরো সংবাদ



premium cement