রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
- রংপুর ব্যুরো
- ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিলটি পার্কের মোড়, চকবাজার, শহীদ আবু সাঈদ গেট হয়ে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সোহাগ, শাহরিয়ার সোহাগ, এস এম আশিকুর রহমান, রহমত আলী, রুমোন বক্সি প্রমুখ।
সমন্বয়ক শামসুর রহমান বলেন, ‘চুপ্পু মিথ্যাচার করে শুধু শপথ ভঙ্গ করেননি, শহীদদের আত্মার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে রক্ষার গভীর ষড়যন্ত্র করছেন চপ্পু। তিনি নিজে পদত্যাগ না করলে ছাত্র-জনতা তাকে পদ থেকে টেনে নামাবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা