১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬
`

ছাত্রশিবির মানে সেরা বিনয়ী, সেরা সন্তান : শিবির সভাপতি

ছাত্রশিবির মানে সেরা বিনয়ী, সেরা সন্তান : শিবির সভাপতি - ছবি : নয়া দিগন্ত

ছাত্রশিবির মানে সেরা বিনয়ী, সেরা সন্তান, সমাজের সুযোগ্য সন্তান, প্রতিষ্ঠানে সেরা স্টুডেন্ট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

শুক্রবার (১১ অক্টোবর) কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং রংপুর মহানগর সভাপতি গোলাম জাকারিয়ার সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি নুরুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মেসবাহুল করিম, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. আবির রায়হান, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আকিক হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর মহানগরের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা মোস্তাক আহমেদ, আল আমিন হাসান ও শোয়াইবুর রহমান প্রমুখ।

শিবির সভাপতি মনজুরুল ইসলাম বলেন, প্রতিটি সাথীকেই সৎ,দক্ষ, দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি হতে হবে।

তিনি বলেন, ‘স্বৈরাচার পতনে রংপুরের শহীদ আবু সাইদ যে আত্মত্যাগের নজরানা পেশ করেছেন তা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে।’

শিবির সভাপতি বলেন, ‘ছাত্রশিবির এর প্রতিটি সাথীকে ছাত্র সমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান করতে হবে। সৎ এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে জ্ঞান অর্জনের বিকল্প নেই।’

সমাবেশে রংপুর অঞ্চলের সাথী ও কর্মীরা অংশ নেন।


আরো সংবাদ



premium cement
বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ আজহারীকে মালয়েশিয়া বিমানবন্দরে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, অতঃপর মুক্ত আকাশে মেঘ দেখলেই উৎকণ্ঠায় থাকেন ভবদহপাড়ের বাসিন্দারা বাবুগঞ্জে সওজের জমি দখল করে দোকানঘর নির্মাণ গলাচিপায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান চলছে ভারপ্রাপ্ত প্রধানদের অধীনে কমলগঞ্জে ও শাহাবাজপুরে জনপ্রিয় পাহাড়ি সবজি ‘বাঁশ কোড়ল’ গৌরীপুরে সরকারি জমিতে আ’লীগ কার্যালয়সহ ১৫৭টি স্থাপনা ফুলবাড়ীতে আগাম জাতের ধান কাটা-মাড়াইয়ের ধুম বানিয়াচং ও আত্রাইয়ে বজ্রপাতে দ্ইু মৎস্যজীবীর মৃত্যু সোনারগাঁওয়ে বিএনপি নেতার পূজামণ্ডপ পরিদর্শন সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ দাফনে অর্থ সহায়তা

সকল