২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভূরুঙ্গামারীর জীবিত আলেয়া খাতুন সফটওয়্যারে মৃত

- ছবি : নয়া দিগন্ত

ভূরুঙ্গামারীর জীবিত আলেয়া খাতুন সফটওয়্যারে মৃত। বন্ধ রয়েছে বিধবা ভাতা। তার স্বামী আব্দুল গফুর পাঁচ বছর আগে মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর আলেয়া খাতুন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা ভাতার তালিকাভুক্ত হন। মোবাইল ব‍্যাংকিংয়ের মাধ‍্যমে তিনি দেড় বছর ধরে বিধবা ভাতার টাকা পেয়েছেন। কিছু দিন আগে তার মোবাইলে ভাতার টাকা আসা বন্ধ হয়ে যায়। এখন বিধবা ভাতা চালু করার জন্য তিনি বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছেন।

জানা গেছে, ভাতা বন্ধ হওয়ার কারণ খুঁজতে গিয়ে আলেয়া খাতুন জানতে পারেন তিনি মারা গেছেন! সমাজসেবা অফিসের সফটওয়্যারে তাকে মৃত দেখানো হয়েছে। মৃতদের তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ায় তার বিধবা ভাতা বন্ধ করে দিয়েছে সমাজ সেবা অফিস।

এদিকে জীবিত থেকেও মৃতব্যক্তির তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ায় হতবাক আলেয়া খাতুন।

আলেয়া খাতুন উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আব্দুল গফুরের স্ত্রী। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৫৯ সালের ১৪ নভেম্বর। স্বামী মারা যাওয়ার পর বিধবা ভাতার টাকায় জীবিকা নির্বাহ করছিলেন আলেয়া খাতুন। দীর্ঘদিন ধরে ভাতা বন্ধ থাকায় তিনি মানবেতর জীবনযাপন করছেন।

আলেয়া খাতুন বলেন, ‘তিন মাস পর পর মোবাইলে বিধবা ভাতার টাকা আসত। ভাতার টাকা বন্ধ হওয়ার কারণ জানতে অফিসে গিয়ে জানতে পারি আমি মারা গেছি।’

চরভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস‍্য মুকুল হামিদ বলেন, ‘আলেয়া খাতুন এখনো জীবিত আছেন। তবে কী কারণে তার ভাতা বন্ধ আছে সে বিষয়ে খোঁজ নেয়া হবে।‘

চরভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে আলেয়া খাতুনের নামে মৃত্যু সনদ উপজেলা সমাজ সেবা অফিসে দেয়া হয়নি। সমস্যাটি সমাধানে ব্যবস্থা নেয়া হবে।‘

ভূরুঙ্গামারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান বলেন, ‘কোনো ভাতাভোগী মারা গেলে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যানের দেয়া তথ্যের ভিত্তিতে ওই ভাতাভোগীর নাম মৃত তালিকায় অন্তর্ভুক্ত হয়। সফটওয়্যারে ভাতাভোগীর নাম মৃত্যের তালিকায় অন্তর্ভুক্ত হলে তা জীবিত অপশনে ফিরিয়ে আনা সম্ভব হয় না। সফটওয়্যারে মৃত থেকে জীবিত করার অপশন চালু না থাকায় এই ধরনের সমস‍্যা হচ্ছে।‘

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সমাধান পাওয়া যাবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement