২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লালমনিরহাটে কলেজছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৬

লালমনিরহাটে কলেজছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৬ - ছবি : নয়া দিগন্ত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক কলেজছাত্রীকে গণ-ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়।

এর আগে বৃহস্পতিবার উপজেলার নওদাবাস ইউনিয়নের শালবন এলাকায় ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার উত্তর গোতামারী এলাকার কলেজছাত্রীর সাথে দইখাওয়া বাজারের প্রসাধন ব্যবসায়ী ও দক্ষিণ গোতামারী এলাকার দুলাল হোসেনের ছেলে আব্দুর ছাত্তারের ভালো সর্ম্পক গড়ে উঠে। একপযার্য়ে ওই কলেজছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন আব্দুর সাত্তার। এ সময় বন্ধুকে দিয়ে সেই ধর্ষণের ভিডিও করেন তিনি। পরে ওই ভিডিও দিয়ে ভয় দেখিয়ে আব্দুর সাত্তার ও তার এক বন্ধু ওই কলেজছাত্রীকে ফের ধর্ষণ করেন।

বৃহস্পতিবার ভিডিও ফেসবুকে ছাড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই কলেজছাত্রীকে নওদাবাস ইউনিয়নের শালবনে নিয়ে যান তারা। সেখানেও আব্দুর ছাত্তার ও তার বন্ধুরা পর পর ওই কলেজছাত্রীকে গণধর্ষণ করেন এবং সেই ধর্ষণের ভিডিও করেন। এ সময় ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তারা পালিয়ে যান।

এ ঘটনায় শুক্রবার রাতে কলেজছাত্রীর বাবা থানায় মামলা করেন। মামলায় দক্ষিণ গোতামারী এলাকার দুলাল হোসেনের ছেলে আব্দুর ছাত্তার, দইখাওয়া বাজার এলাকার সুলতান আহম্মেদের ছেলে রোকন, ৫ নম্বর ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে রাকিবুল, একই এলাকার খবির আলীর ছেলে আল আমিন, নজিমুদ্দিনের ছেলে রতন মিয়া সাবু, নওদাবাস এলাকার ওছমান গনির ছেলে সুলতানকে আসামি করেন।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতার করা হয়েছে। একইসাথে ওই কলেজছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
সাঙ্গু নদীতে নৌকা বাইচের মাধ্যমে শুরু হলো বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা ফার্মগেটে ৭ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প দোহারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নামে ছাত্রলীগ নেতার মামলা ‘কোরআন-সুন্নাহর আদর্শ ছাড়া আলেমদের জন্য রাজনীতি জায়েজ নেই’ চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং পার্টনার অ্যাওয়ার্ড অর্জন অ্যাবকার ঢাবির রাজনীতিবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু রোববার রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ রেহানার সুরের মূর্ছনায় হেমন্তের এক মুগ্ধ সন্ধ্যা একুশে বইমেলায় স্টলভাড়া কমানোর দাবি

সকল