২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুর মহানগর আ’লীগের সহ-সভাপতি পান্না ৫ দিনের রিমান্ডে

- ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নবী উল্লা পান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার দুপুরে রংপুর মেট্রোপলিটন আমলি আদালত কোতোয়ালীর বিচারক সোয়েবুর রহমান এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে তোলেন এবং জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড আদেশ দেন বিচারক।

এর আগে, ভোর রাতে নগরীর খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি রংপুর জেলা রেড ক্রিসেন্টেরও দায়িত্ব পালন করেছিলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (আদালত) পৃথিস রায় জানান, ‘১৯ জুলাই আন্দোলন চলাকালে নগরীর সিটি বাজারে এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন ফল ব্যবসায়ী মেরাজুল। এ ঘটনায় তার মা আম্বিয়া খাতুন মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।

এই মামলার আইনজীবী শেখ মেজবাহুল মান্নান জানান, ১৯ জুলাই বিকেলে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচার গুলিতে ফল ব্যবসায়ী মেরাজুল শহীদ হন। ওই ঘটনায় মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার উৎপল কুমার পাল, এসি ইমরান হোসেন, এসি আরিফুজ্জামান, ধাপ পুলিশ ফাঁড়ির এসআই মামুন, কোতয়ালী থানার এসআই গনেশ চন্দ্র, মজনু মিয়া, সাবেক মহিলা এমপি নাছিমা জামান ববি, সিটি করপোরেশনের কাউন্সিলর তৌহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, শাহজাদা আরমান, শাহাদত হোসেন, হারুণ অর রশিদ, জাহাঙ্গীর আলম তোতা, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডল, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রমজান আলী তুহিন, জেলা যুবলীগের সভাপতি বাবু লক্ষিণ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিক রনি, জেলা যুবলীগ নেতা ডিজেল আহমেদ, মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, যুবলীগ নেতা নেংরা মামুন ও আওয়ামী লীগ নেতা নবিউল্লাহ পান্নাকে আসামি করা হয়।

তিনি জানান, অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে দ্রুত বিচার আইনে এই মামলাটির নিষ্পত্তি চাই আমরা।

উল্লেখ্য, ওই মামলার গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।


আরো সংবাদ



premium cement
প্রয়োজনে ইটনা-মিঠামইন সড়ক ভাঙা হবে : উপদেষ্টা ফরিদা আবদুল কাদের মোল্লার ফাঁসি কেন ভোলা উচিত নয় কপ-২৯ সম্মেলনে জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র বিতর্ক নরসিংদীতে পেঁয়াজ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার আড়াইহাজারে অটোরিকশার বেপরোয়া গতিতে গৃহবধূর মৃত্যু মহারাষ্ট্রে জয়ের পথে এনডিএ রোহিঙ্গা সঙ্কট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা

সকল