হিলি স্থলবন্দরে ভারত থেকে আবারো আলু আমদানি শুরু
- হিলি-হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
- ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৪
আড়াই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আবারো আলু আমদানি করা শুরু হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভারত থেকে দু’টি ট্রাকে ৪৭ টন আলু আমদানি করে এয়ার ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।
আমদানিকারকরা জানান, দেশের বাজারে আলুর দাম উর্ধ্বমুখী হওয়ায় ভারত থেকে পুনরায় আমদানি শুরু হয়েছে। আলুগুলো বন্দরে প্রবেশের পর প্রতি কেজির দাম হাঁকা হয় ৪২টাকা। তবে চাহিদা মতো দাম না পাওয়ার অভিযোগ আমদানিকারকদের।
আমদানিকারকরা বলছেন, ভারতের বাজার মূল্য অনুযায়ী দেশে আলু আমদানি করে খুব একটা লাভবান হওয়া যাচ্ছে না। দেশে শুল্ক কমানো হলেও ভারতের মোকামে আলুর দাম বেশি থাকায় দেশে আলু আমদানি অব্যাহত থাকবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উদ্ভিদ সংগনিরোধ সূত্রে জানা গেছে, হিলি বন্দরের ১৫ জন আমদানিকারক ২০ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা