২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৯ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৯ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু - নয়া দিগন্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের ১০৭তম জরুরি সভায় ২৯ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষাসহ সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: শওকত আলীর সভাপতিত্বে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ে ২৫ সেপ্টেম্বর থেকে আবাসিক হলগুলোর কার্যক্রম শুরু করা হবে। পরে ২৯ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষাসহ সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে। এছাড়াও ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

জানা গেছে, ভিসি প্রফেসর ড. মো: শওকত আলী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রশাসনিক ভবনের হল রুমে ডিন কমিটি, বিভাগীয় প্রধান, দফতর ও শাখা প্রধানসহ শিক্ষক-কর্মকর্তাদের সাথে আলাদা মতবিনিময় সভা করেন। পরে রাতে ক্যাম্পাসের তিনটি হলে গিয়ে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।


আরো সংবাদ



premium cement