বগুড়ায় কারাখানায় ট্যাংক বিস্ফোরণে ৪ জনের মৃত্যু
- বগুড়া অফিস
- ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০, আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৮
বগুড়ার শেরপুরে মজুমদার লিমিটেডের রাইস ব্রান ওয়েল মিলে তেলের ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো কয়েকজন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
ওই চার শ্রমিক হলেন মো: ইমরান, মোহাম্মদ সাঈদ, মো: রুবেল, মো: মনির। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা।
জানা গেছে, কারখানার তেলের লাইন মেরামত করছিল শ্রমিকরা। ওয়েল্ডিংয়ের সময় আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে প্রবেশ করলে তাতে বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, তেলের ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা