রামেবির নতুন ভিসি হলেন জাওয়াদুল হক
- রাজশাহী ব্যুরো
- ১০ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৬
অধ্যাপক ডা. জাওয়াদুল হক রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভিসি পদে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি রামেবির ভিসি হিসেবে যোগদান করেন। এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তাকে রামেবির ভিসি হিসেবে নিয়োগ দেয়ার কথা জানানো হয়।
তিনি রাজশাহী মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ছিলেন।
এদিকে ভিসি হিসেবে যোগদানের পর পরই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ, রাজশাহীর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজশাহী হেল্থ টেকনোলজির শিক্ষকবৃন্দ, রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রামেবি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে অধ্যাপক ডা. জাওয়াদুল হক রামেবির প্রিভেন্টিভ ও সোশ্যাল মেডিসিন অনুষদের প্রতিষ্ঠাতা ডিনের দায়িত্ব পালন করেন।
কিছুদিন রাজশাহীতে অবস্থিত ইসলামী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ছিলেন। এছাড়া সিন্ডিকেট সদস্য, নিয়োগ কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে কলেজ পরিদর্শকের দায়িত্ব পালন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা