২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, ঘাতক সন্দেহে একজনকে হত্যা

নিহত মিজানুর রহমান - ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় সন্ত্রাসীদের হাতে সদর উপজেলা স্বেচ্ছিাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক সন্দেহে একজনকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বরে) বিকেলে নিহত মিজানের নামাজে জানাজা শেষে দাফন করা হয়। এর আগে সোমবার রাত ৯টার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদ অফিসের সামেন এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মিজানুর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া সদর উপজেলা কমিটির আহ্বায়ক ছিলেন। কারা কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা মিজানের ঘাতক সন্দেহে লেদো (৪০) নামের এক যুবককে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। তাকে শজিমেক হাসপাতালে ভর্তির পর রাত ১১টার দিকে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান সোমবার রাতে গোকুল এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে গল্প করছিলেন। লোডশেডিং চলাকালে রাত ৯টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে রাম দা দিয়ে কুপিয়ে চলে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মিজানুর রহমানের মৃত্যু হয়েছে৷ ধারণা করা হচ্ছে আধিপত্য নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা করা হতে পারে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সিগ্ধ আখতার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, নিহতের কারণ জানা যায়নি এবং কেউ গ্রেফতার হয়নি।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বুগড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement
লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫ মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ

সকল