২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হত্যা মামলার রায়ে সিরাজগঞ্জে ৩ জনের মৃত্যুদণ্ড

হত্যা মামলার রায়ে সিরাজগঞ্জে ৩ জনের মৃত্যুদণ্ড - ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জের চৌহালীতে দুই ভাগ্নেকে হত্যার দায়ে মামাসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন চৌহালী উপজেলার কোদালিয়া উত্তরপাড়া গ্রামের মরহুম সমেশ আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫) এবং একই গ্রামের মরহুম আব্দুর রশিদ মাস্টারের ছেলে শহিদুল ইসলাম সাচ্চা (৫০) ও নাছির উদ্দিন (৪০)। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। এতথ্য নিশ্চিত করেন ওই আদালতের স্টেনোগ্রাফার রাশিদুল হাসান।

মামলার সূত্রে জানা যায়, চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের মিল্টন হোসেনের সাথে তারই শরিকান্ত চাচাত মামা শহিদুল ইসলাম সাচ্চার জমি নিয়ে বিরোধ ছিল। এ অবস্থায় মিল্টনের জমির ওপর দিয়ে শহিদুল ইসলাম সাচ্চা পানি সেচের ড্রেন তৈরি করার চেষ্টা করলে মিল্টনের বাবা আন্তাব আলী বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৮ সালের ৭ ডিসেম্বর বিকেলে শহিদুল ইসলাম সাচ্চাসহ তাদের লোকজন লাঠিসোটাসহ দেশিয় অস্ত্র নিয়ে আন্তাব আলীর বাড়িতে হামলা করে। হামলায় আন্তাব আলীসহ তার বড় ভাই মিল্টন হোসেন ও তার ছেলে কাউসার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে কাউছার ও মিল্টন মারা যায়।

ঘটনার পরের দিন নিহতদের মা হায়াতুন নেছা চৌহালী থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আসামিদের উপস্থিতিতে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

সকল