১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

অবিলম্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের খুনিদের গ্রেফতারের দাবি

- ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব শিক্ষার্থী নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

বেলা ১১টার দিকে প্রথমে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জমায়েত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণকপাড়া, নিউমার্কেট হয়ে গৌরহাঙ্গা রেলগেটে যান। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা নগর ভবনে গিয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের কাছে একই দাবিতে স্মারকলিপি দেন।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, রাশেদ রাজন, সাব্বির হোসেন, ফাহিম রেজা, নূরুল ইসলাম শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement

সকল