২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিরাজগঞ্জে দিনদুপুরে গৃহবধূকে হত্যা : লুটে নেয় গরু বিক্রির টাকা

- ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জে দিনদুপুরে গৃহবধূর গলা কেটে দুর্বৃত্তরা লুটে নিয়ে গেছে ঘরে রক্ষিত গরু বিক্রির টাকা। শুক্রবার সকাল ১০টার দিকে নতুন আশ্রিত বাড়িতে এ ঘটনাটি ঘটে। পরে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হেদেজা বেগম (৭৮) সদর উপজেলার চন্ডাল বয়ড়া গ্রামের সোহরাব আলী মণ্ডলের স্ত্রী। যমুনায় তাদের বাড়ি ভেঙ্গে গেলে আশ্রয় নেয় সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া মহল্লার ৩ নম্বর ক্রসবার বাঁধের ১ নম্বর টাওয়ারের কাছে।

নিহতের স্বামী সোহরাব আলী মণ্ডল জানান, যমুনার ভাঙনে বসতভিটা বিলীন হওয়ায় কিছুদিন আগে চর মালশাপাড়া ক্রসবার বাঁধ এলাকায় আশ্রয় নিয়েছি। গরু পালন ও দুধ বিক্রি করে পরিবার চালাই। সকালে গাভীর দুধ বিক্রি করতে শহরে যাই। আমার স্ত্রী বাড়িতে একাই ছিল। বাড়ি ফিরে দেখি মানয়ের ভিড় ও কান্নকাটি। ভিতরে গিয়ে দেখা যায় আমার বৃদ্ধ স্ত্রীকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে এবং ঘরের মধ্যে বাক্সে রাখা কয়েকদিন আগে গরু বিক্রির এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে গেছে তারা।

সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই মুস্তাকিন জানান, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement